• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২১, ২০১৯, ০৮:২৩ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২১, ২০১৯, ০৮:২৩ এএম

জার্মানিতে পরপর দুই দিনে ২টি বিমান বিধ্বস্ত

জার্মানিতে পরপর দুই দিনে ২টি বিমান বিধ্বস্ত
প্রতীকী ছবি।

 

জার্মানিতে পরপর দুই দিনে দুটি বিমান বিধ্বস্ত হয়ে মোট ছয়জন নিহত হয়েছে। শনিবার (২০ জুলাই) জার্মানির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাডেন-ওয়ারটিমবার্গে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়।

পুলিশের দেওয়া তথ্য মতে, বাডেন-ওয়ারটিমবার্গের কন্সট্রাকশন ম্যাটেরিয়াল মার্কেটের খোলা জায়গায় বিমানটি বিধ্বস্ত হয়। এই বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে যারা ওই বিমানের যাত্রী ছিলেন।

অন্য আরেকটি বিমান শুক্রবার ( ১৯ জুলাই) স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে জার্মান সীমান্তের লেওটাস্ক শহরে নিকটে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটি ২৩০০ মিটার উচ্চতা থেকে ভূপাতিত হয়। বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় বিমানটির বিষয়ে খুব বেশি তথ্য দিতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।

এসজেড

 

আরও পড়ুন