• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০৫:০৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০১৯, ০৫:১৩ পিএম

তমা কনস্ট্রাকশনের ভবনে মশার লার্ভা, সুপারভাইজারের জেল

তমা কনস্ট্রাকশনের ভবনে মশার লার্ভা, সুপারভাইজারের জেল
তমা কনস্ট্রাকশনের নির্মাণাধীন ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

তমা কনস্ট্রাকশনের নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার মো. সাঈদ (২৫) কে ২৬৯ ধারামতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (৩১ জুলাই) পুরান ঢাকার জনসন রোডে লার্ভা শনাক্তকরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান এ দণ্ড প্রদান করেন।

এর আগে, ঢাকা মহানগর মহিলা কলেজের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বক্তব্য রাখেন।

তিনি বলেন, ভবন মালিকদের বারবার আহ্বান জানানো সত্ত্বেও অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন না। আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। নির্মাণাধীন ভবন মালিকরা সচেতন না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নগর কর্তৃপক্ষ পিছপা হবে না।

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই উল্লেখ করে মেয়র বলেন, ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। দিন দিন পরিস্থিতি জটিল হচ্ছে। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। নগর কর্তৃপক্ষ সর্বশক্তি দিয়ে ডেঙ্গু মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছে। জনগণও এ বিষয়ে সচেতন হচ্ছে। সরকারি-বেসরকারি সকলের সম্মিলিত উদ্যোগে আমরা দ্রুতই এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হব।

এ সময় মেয়র সিটি করপোরেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এরোসল বিতরণের অংশ হিসেবে কলেজ অধ্যক্ষের হাতে এরোসলের কার্টুন তুলে দেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কলেজ অধ্যক্ষ ব্রি, জে, মনিরুল ইসলাম আখন্দ। 


টিএইচ/একেএস

আরও পড়ুন