• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৭, ২০১৯, ০১:০৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৭, ২০১৯, ০১:০৭ পিএম

ডেঙ্গু রোধে ট্রেনে মশার ওষুধ

ডেঙ্গু রোধে ট্রেনে মশার ওষুধ
ট্রেনে ছিটানো হচ্ছে মশার ওষুধ-ছবি : কাশেম হারুন

ঈদুল আজহায় পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীতে বসবাস করা মানুষ। রেলে ঈদযাত্রায় মশার কামড়ে যাতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হন। সেজন্য সব ট্রেনেই মশার ওষুধ স্প্রে করবে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে রেলের ঈদযাত্রায় মশার ওষুধ ছিটানোর কার্যক্রম। 

কমলাপুর রেলওয়ে স্ট্রেশন থেকে শুরু করে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে তিনটি আন্তঃনগর, মেইল ট্রেন, ঈদ স্পেশালসহ মোট ৫২টি ট্রেন। সব ট্রেনেই ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হয়েছে। 

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক দৈনিক জাগরণকে বলেন, ভ্রমণকালে ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখতে সব ট্রেনে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ দেয়া হচ্ছে।  কেউ যাতে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত না হয়, এ জন্য রেলওয়ের এই উদ্যোগ নিয়েছে। 

রেলওয়ের পরিচালক আপারেশন মিয়া জাহান দৈনিক জাগরণকে বলেন, দেশে ভয়াবহ ডেঙ্গুর প্রভাব দেখা দেয়ায় প্রথমবারের মতো ট্রেনেও মশার ওষুধ ছিটানো হচ্ছে। যাতে কোনও যাত্রী গ্রামগঞ্জে গিয়ে মশাবাহিত কোনও রোগের শিকার না হন। 

টিএইচ/এসএমএম

আরও পড়ুন