• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৫:০৪ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৫:০৪ পিএম

সড়ক পরিবহন আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয় নি : সড়কমন্ত্রী

সড়ক পরিবহন আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয় নি : সড়কমন্ত্রী
বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের -ছবি : সংগৃহীত

সম্প্রতি সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন শুধুই গুঞ্জন হিসেবে অভিহিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, এ আইন সংশোধনে মন্ত্রণালয় কোনও উদ্যোগ নেয় নি।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে শহীদ রমিজ উদ্দিন ক্যাণ্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে এয়ারপোর্ট রোডে নির্মাণাধীন আন্ডারপাসের অগ্রগতি পরিদর্শনকালে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রায় ৫৭ কোটি টাকা ব্যয়ে আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে। এরইমধ্যে সত্তর শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। দেশে প্রথমবারের মতো পুশব্যাক পদ্ধতিতে নির্মাণাধীন আন্ডারপাসটি আগামী ডিসেম্বরে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। 

সড়ক ও জনপথ অধিদফতরের তত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পটি বাস্তবায়ন করছে।

পরিদর্শনকালে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন- চিফ মেজর জেনারেল সায়েকুজ্জামান, ডিরেক্টর ইঞ্জিনিয়ার ব্রিগ্রেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদফতর ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সবুর, আন্ডারপাস প্রকল্পের পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ সাদেক মাহমুদসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টিএস/এসএমএম

আরও পড়ুন