• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৯, ০৭:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৭, ২০১৯, ০৭:৫৮ পিএম

১৪ নভেম্বরের আগে সড়ক পরিবহন আইন প্রয়োগ নয় : কাদের

১৪ নভেম্বরের আগে সড়ক পরিবহন আইন প্রয়োগ নয় : কাদের

বহুল আলোচিত সড়ক পরিবহন আইন ১৪ নভেম্বরের প্রয়োগ করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বনানীর সড়ক ভবনে একটি সভায় মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, আইনটি কার্যকর করতে আরও এক সময় সপ্তাহ দেয়া হয়েছে। এর মধ্যে বিধি প্রণয়নের কাজ শেষ হয়ে যাবে। আইনে শাস্তির পরিমাণ কী, তা সবাইকে জানানো দরকার। এজন্য গণমাধ্যমকেও ভূমিকা পালন করতে হবে। আইন কার্যকর করতে এক সপ্তাহ পর আঁটঘাট বেঁধে নামব।

সড়কমন্ত্রী বলেন, এই আইনের বাস্তবায়ন চ্যালেঞ্জিং জব। এখানে বাধা আছে চ্যালেঞ্জ আছে। সাহসের দরকার, সততার দরকার ও কমিটমেন্টের দরকার। আইন যেমন আছে, তেমনই আইনের বিধিও দরকার। সড়কে শৃঙ্খলা আনতে হলে শাস্তি থাকতে হবে। এই কারণেই কয়েক দিন ধরে বিআরটিএতে লাইসেন্স নবায়নের হিড়িক পড়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিআরটিএ ও বিআরটিসি নিয়ে প্রায়শই আমি দুশ্চিন্তায় থাকি। প্রায়ই এই দুটি প্রতিষ্ঠান খারাপ খবরের শিরোনাম হয়। বিআরটিএ’র অপকর্মকারী কর্মকর্তাদের এখানে ওখানে বদলি করেও শোধরানো যায় না। চুরি-চামারি, দুর্নীতি তাদের রন্ধ্রে রন্ধ্রে। নানা জায়গায় কাজ করে অপকের্মের ব্যাপারে পাকা হয়ে গেছে অনেক কর্মকর্তা, তাদের বাদ দিতে হবে। এই ছিঁচকে চোর বদলি করেও পরিবর্তন হয় না।

আরএম/এসএমএম

আরও পড়ুন