• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০২:৪২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০২:৪২ পিএম

ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক
চলন্ত ট্রেন- ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ ট্রেন দুর্ঘটনার কারণে দুটি রুটে প্রায় আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা  সকাল সাড়ে ১০ টার দিকে দুই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথার মধ্যে সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক যাত্রী। এই ঘটনার পর থেকে এই দুটি রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। 

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার আমিনুল ইসলাম জানান, সকাল ১০টা ২৫ মিনিট থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বিএস 
 

আরও পড়ুন