• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৬:২১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৬:২১ পিএম

‍‍‘কোভিড নিয়ন্ত্রণে এলে সময়মতই পদ্মা সেতু‍‍’

‍‍‘কোভিড নিয়ন্ত্রণে এলে সময়মতই পদ্মা সেতু‍‍’
চলছে পদ্মা সেতু নির্মাণ ● ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী দুই মাসের মধ্যে কোভিড-১৯ নিয়ন্ত্রণে চলে আসলে ‘পদ্মা সেতু’ প্রকল্পে কোনও সমস্যা হবে না। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সেতুভবনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ঋণচুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এক্সপ্রেসওয়ে নির্মাণে দুটি চীনা ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি হয় সেতু বিভাগের।

পদ্মা সেতু ও অন্য মেগা প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরে সেতুমন্ত্রী জানান, এরই মধ্যে পদ্মা সেতু নির্মাণের অগ্রগতি ৭৮ ভাগ।

রাজধানীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল নির্মাণকাজ শুরু হয় গত বছরের ১ এপ্রিল। কিন্তু অর্থ সঙ্কটে ধীরগতিতে চলছিল ৪৬ দশমিক সাত তিন কিলোমিটার দৈর্ঘ্যের এ প্রকল্প।

সেতুমন্ত্রী আশা প্রকাশ করেন, এর ফলে প্রকল্পের প্রথম ধাপের কাজ চলতি বছরের অক্টোবরের মধ্যে শেষ করা সম্ভব হবে।

পরিকল্পনা অনুসারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত নির্মাণ হবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পরিকল্পনা অনুযায়ী কাজ হলে ২০২১ সালের অক্টোবরে দ্বিতীয় ধাপ এবং এর এক বছর পর শেষ হবে প্রকল্পের তৃতীয় ধাপ।

প্রকল্পের নির্মাণকাজ চলমান রাখতে চীনের এক্সিম ব্যাংক ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে সাত হাজার তিনশ ১৮ কোটি টাকার দুটি ঋণচুক্তি হয়েছে।

এসএমএম