• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৭, ২০২০, ০৫:০৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৭, ২০২০, ০৫:০৩ পিএম

অস্ট্রেলিয়ার ১২০ নাগরিককে ফিরিয়ে নিতে ১৩ জুন বিশেষ ফ্লাইট

অস্ট্রেলিয়ার ১২০ নাগরিককে ফিরিয়ে নিতে ১৩ জুন বিশেষ ফ্লাইট
ফাইল ছবি

বাংলাদেশ থেকে ১২০ নাগরিককে নিজ দেশে ফিরিয়ে নিতে ১৩ জুন (শনিবার) বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশন।

বুধবার (২৭ মে) অস্ট্রেলিয়ান হাই কমিশন জানায়, বিশেষ ফ্লাইটটি নিশ্চিত করার জন্য তাদের সর্বনিম্ন ১২০ যাত্রী প্রয়োজন। প্রয়োজনীয় সংখ্যক যাত্রী পেলে ১৩ জুন (শনিবার) ফ্লাইটটি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।

হাই কমিশন প্রস্তাবিত তৃতীয় ফ্লাইটের বিস্তারিত তথ্যসহ দেশে ফিরতে যারা নিবন্ধিত হয়েছেন তাদের সবাইকে ইমেইল করেছে। অবশ্য তৃতীয় বিশেষ ফ্লাইটটি ২৮ মে (বৃহস্পতিবার) ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে দেয়া হয়।

হাই কমিশন জানায়, যারা তৃতীয় ফ্লাইটে যাত্রার আগ্রহ প্রকাশ করেছিলেন তারা নিশ্চয়তা দিলেই তাদের সবাইকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

হাই কমিশন আরও জানি, বিশেষ এ ফ্লাইটটি কেবল অস্ট্রেলিয়ার নাগরিক, অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসাধারী এবং তাদের স্ত্রী, আইনি অভিভাবক ও শিশুদের জন্য উন্মুক্ত।

এসএমএম

আরও পড়ুন