• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৮, ২০২০, ০৬:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৮, ২০২০, ০৬:৫৪ পিএম

১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু

১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু
প্রতীকী ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে প্রায় দু’মাস বন্ধ থাকার পর সব ধরনের অফিস-আদালত সীমিত আকারে খোলা রাখার সিদ্ধান্ত আসার পর এবার ১ জুন (সোমবার) থেকে দেশের অভ্যন্তরীণ চারটি রুটে সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান ইউএনবিকে বলেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইটগুলো চলবে।

পরবর্তীতে পর্যায়ক্রমে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চালু করা হবে জানিয়ে তিনি আরও বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ১৫ জুন (সোমবার) পর্যন্ত অব্যাহত থাকবে।

এ নিষেধাজ্ঞা পূর্বের ন্যায় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে -এর সাথে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে বলেও জানান তিনি।

বেবিচক চেয়ারম্যান বলেন, কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম আগের মতই চালু থাকবে।

এসএমএম

আরও পড়ুন