• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১, ২০২০, ০২:৫২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১, ২০২০, ০২:৫২ পিএম

কোভিড-১৯

টার্মিনালগুলোতে বিআরটিএ’র অভিযান

টার্মিনালগুলোতে বিআরটিএ’র অভিযান
সংগৃহীত ছবি

স্বাস্থ্যবিধি মানতে দূরপাল্লার বাসগুলোতে কড়াকড়ি আরোপ করেছে বিআরটিএ। বিষয়টি নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন টার্মিনালে অভিযানও চালিয়েছে বিআরটিএ।

সোমবার (১ জুন) সকাল থেকে এ অভিযান চালায় তারা। এ সময় বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান পাটোয়ারী জানান, প্রতিটি বাসে বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মানতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে যাত্রীদেরও উৎসাহিত করা হচ্ছে।

তিনি জানান, বাস ভাড়া নিয়ে যাত্রীদের আপত্তি থাকলেও দুর্যোগকালীন পরিস্থিতির কারণে যাত্রীরা তা মেনে নিয়েছে। তবে টিকিট কাউন্টারে যাত্রী চাপ বেশি থাকায় সেখানে সামাজিক দূরত্ব মানার প্রবণতা কিছুটা কম।

এসএমএম

আরও পড়ুন