• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৫, ২০২০, ০৪:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৫, ২০২০, ০৪:৪৮ পিএম

করোনাকালের ঈদযাত্রায় ১৫৬ দুর্ঘটনায় নিহত ১৮৫

করোনাকালের ঈদযাত্রায় ১৫৬ দুর্ঘটনায় নিহত ১৮৫
সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরছেন যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ● জাগরণ

করোনাভাইরাস (কোভিড-১৯) এর মধ্যেও এবারকার ঈদযাত্রায় ১৫৬টি দুর্ঘটনা নিহত হয়েছেন ১৮৫ জন। আহত হয়েছেন ২৮৩ জন।

শুক্রবার (৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি।

লক ডাউনের কারণে এবছর মাত্র ১০ শতাংশ মানুষ ঢাকা ছাড়লেও দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা গত বছরের চেয়ে তুলনামূলক বেশি। এবারের ঈদযাত্রায় শুধু সড়কে ১৪৯টি দুর্ঘটনা ঘটেছে। রেল ও নৌপথসহ ১৫৬টি দুর্ঘটনা। তবে সড়ক ছাড়া অন্যান্য দুর্ঘটনায় আহতের কোনও ঘটনা ঘটেনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেলে ৩৫ দশমিক ৭৪ শতাংশ।

২৮.৯৮ শতাংশ ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও লরিতে ১২.০৭ শতাংশ; কার-মাইক্রোতে ৮.২১ শতাংশ; অটোরিক্সায় ৭.৭২ শতাংশ; ব্যাটারি রিকশা, ইজিবাইক, ভ্যান, সাইকেলে ৬.২৮ শতাংশ এবং নছিমন, করিমন, ট্রাক্টর, লেগুনা ও মাহিন্দ্রর মতো ছোট বাহনে দুর্ঘটনার পরিমান ছিলো ০.৯৭ শতাংশ।

এসএমএম

আরও পড়ুন