• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ২৯, ২০২০, ০৫:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৯, ২০২০, ০৫:৪২ পিএম

বুড়িগঙ্গায় লঞ্চডুবি

‘এটা মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড’

‘এটা মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড’
৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ● সংগৃহীত

পুরান ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির পর ঘটনাস্থল পরিদর্শন করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আজকের লঞ্চডুবির ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে।

সোমবার (২৯ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আজকের ঘটনাটি অন্যান্য ঘটনা থেকে একেবারেই আলাদা। আমি সিসিটিভি ফুটেজ দেখেছি এবং দেখার পরে আমার কাছে মনে হয়েছে ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। এটা মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড।

ঘটনা তদন্তে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে খালিদ মাহমুদ বলেন, তদন্তের পরে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দাফনের জন্য ১০ হাজার টাকা এবং প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে এক লাখ ৫০ হাজার টাকা প্রদান করবেন।

এসএমএম

আরও পড়ুন