• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৩০, ২০২০, ০২:২৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৩০, ২০২০, ০২:২৬ পিএম

বুড়িগঙ্গায় লঞ্চডুবি

ক্রিকেটাঙ্গনেও শোকের ছায়া

ক্রিকেটাঙ্গনেও শোকের ছায়া
সংগৃহীত ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) কারণে ভালো নেই বাংলাদেশের মানুষ। থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। এমন অবস্থায় সোমবার (২৯ জুন) বুড়িগঙ্গা নদীর তীর সদরঘাট এলাকায় ঘটে গেল আকস্মিক এক দুর্ঘটনা। বড় লঞ্চের ধাক্কায় ডুবে যায় মর্নিং বার্ড নামের যাত্রীবাহী ছোট লঞ্চ। মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটেছে।

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে।

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, রুবেল হোসেন ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রে থাকা সাকিব লিখেছেন, ‘‘প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এরমধ্যে আজ আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানি এবং এখন পর্যন্ত বেশকিছু যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোনওভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না।’’

‘‘পুরো পৃথিবীর এই ভয়ঙ্কর ক্রান্তিকালে এমন দুর্ঘটনার কোনও সান্ত্বনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর একটি যেন না হয় এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনা সকল দুর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ। মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও, সারাজীবনের জন্য পরপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।’’

জাতীয় দলের পেসার রুবেল লিখেছেন, ‘‘এসেছিলো স্বপ্নের নগরীতে বেঁচে থাকার আশায়। কে জানত নিজেরাই চলে যাবে স্বপ্নপুরিতে। অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক একটি দুর্ঘটনা… বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। হে মহান আল্লাহ আপনি সকল নিহতের পরিবারকে এই শোক সামলে ওঠার শক্তি দান করুন। আমিন।’’

উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিক তার ফেসবুক পেজে লিখেছেন, ‘‘বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নিরীহ মানুষদের প্রাণহানিতে আমি বিস্মিত ও শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনও পর্যন্ত ভালো বছর নয় এটি।’’ চ্যানেল আই।

এসএমএম

আরও পড়ুন