• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৮, ২০২০, ১২:১১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০২০, ১২:১১ এএম

পদ্মায় তীব্র স্রোত

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ
সংগৃহীত ছবি

পদ্মার তীব্র স্রোত ও আর ঘূর্ণাবর্তের ফলে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। খরস্রোতা পদ্মায় প্রবাহিত স্রোতের প্রতিকূলে ফেরিগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না। এমনকি পদ্মার তীব্র স্রোত ফেরির প্রপেলারে গাছ-গাছালি পেঁচিয়ে ফেরির গতি হারিয়ে ফেলছে। তাই বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার পর থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে একাধিকবার চেষ্টা চালিয়েও কোনও ফেরি নৌ-চ্যানেলে ঢুকতে পারেনি। ফলে ফেরি চলাচল চালু না হওয়ায় নৌরুটের উভয়পাড়ে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা পড়েছে। 

বিআইডব্লিউটিসি এর শিমুলিয়া কার্যালয়র সহকারী মহাব্যবস্থাপক  শফিকুল ইসলাম জানান, নৌরুটে ১৬টি ফেরি চলাচল করলেও শুক্রবার চেষ্টা করে একটি ফেরিও শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটে যেতে পারেনি। দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়পাড়ে প্রায় দেড় সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে।

শুক্রবার (১৭ জুলাই) ভোর ৫টায় শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায় রো রো ফেরি শাহমখদুম। শাহমখদুম বিকল্প চ্যানেলে ঢুকতে না পেরে ভাটিতে নোঙ্গর করতে বাধ্য হয়েছে। 

কেএপি

আরও পড়ুন