• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ৩১, ২০২০, ০১:৩১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০২০, ০১:৩১ এএম

বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা
প্রতীকী ছবি

বাংলাদেশ, ভারত পাকিস্তানসহ ৭ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বেশি হওয়ায় এসব দেশ থেকে যাওয়ার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কুয়েতের পররাষ্ট্র মন্তণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপাল, শ্রীলংকা, ফিলিপাইন, ইরানের নাগরিকরাও আপাতত দেশটিতে প্রবেশ করতে পারবেন না। এসব দেশে যারা কুয়েতে প্রবেশের আগে ১৪ দিন অবস্থান করেছেন তারাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার কুয়েত। বর্তমানে দেশটিতে প্রায় ৩ লাখ প্রবাসী বিভিন্ন খাতে কাজ করছেন।

কেএপি

আরও পড়ুন