• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১, ২০২০, ০৭:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১, ২০২০, ০৭:৩৫ পিএম

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিঘাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিঘাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট ● জাগরণ

পদ্মার তীব্র ভাঙনের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে বিআইডব্লিউসি কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

শিমুলিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক  ফয়সাল জানান, পদ্মার তীব্র স্রোতে ঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এর জেরে শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টা থেকেই ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। স্রোত কিছুটা না কমলে ভাঙন রোধে কোন ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত যাত্রীদের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

ফেরি বন্ধ থাকায়, বাধ্য হয়েই লঞ্চ ও স্পিডবোটে করে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন অনেক মানুষ। সকাল থেকে শিমুলিয়া ঘাটে ভিড় করেন ঈদে ঘরমুখো অসংখ্য মানুষ।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নদী পারাপারে ব্যবহৃত হচ্ছে ৮৭টি লঞ্চ ও দুই শতাধিক স্পিডবোট। এসব লঞ্চ ও স্পিডবোটে গাদাগাদি করে চড়ছে মানুষ।

কেএপি

আরও পড়ুন