• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১২, ২০২০, ০৯:৪৪ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১২, ২০২০, ০৯:৪৪ এএম

বিমান যাত্রীদের ভাড়া বাড়ছে

বিমান যাত্রীদের ভাড়া বাড়ছে

বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য নতুন ফি আরোপ করায় ১৬ আগস্ট থেকে বিমান যাত্রীদের ভাড়া বাড়ছে। 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নতুন আরোপিত ফি’র মধ্যে যাত্রীদের শতকরা ১৫ ভাগ ভ্যাট দিতে হবে।

ওই নোটিশে বলা হয়েছে, সব এয়ারলাইন্স ১৬ই আগস্ট থেকে বর্ধিত এ ফি নেয়া শুরু করবে। সার্কভুক্ত দেশগুলোতে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি হিসেবে ৫ ডলার এবং নিরাপত্তা ফি হিসেবে ৬ ডলার করে দিতে হবে। আন্তর্জাতিক গন্তব্যে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটে ১০ ডলার করে বাড়তি ফি দিতে হবে।

এদিকে অভ্যন্তরীণ রুটে চলাচলকারীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি ১০০ টাকা এবং নিরাপত্তা ফি ৭০ টাকা দিতে হবে।

এম

আরও পড়ুন