• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০১৯, ০১:২০ পিএম

সড়ক-পরিবহনে শৃঙ্খলা ফেরাতেই হবে : ওবায়দুল কাদের 

সড়ক-পরিবহনে শৃঙ্খলা ফেরাতেই হবে : ওবায়দুল কাদের 
সচিবালয়ে নিজ কক্ষে ওবায়দুল কাদের, ছবি: জাগরণ

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, সড়ক এবং পরিবহনে শৃঙ্খলা ফেরাতেই হবে। এটাই আমার মন্ত্রণালয়ের প্রধান কাজ।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, সড়ক এবং পরিবহনে শৃঙ্খলা ফেরাতেই হবে। এটাই আমার মন্ত্রণালয়ের প্রধান কাজ।

ওবায়দুল কাদের বলেন, প্রথম রাতেই বিড়াল মারতে হয়। আমি তাই সঠিক সময় সঠিক কাজটিই করতে চাই।  সড়ক এবং পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরানো আমরা চ্যালেঞ্জ। এটা করা না গেলে সড়কের, দেশের উন্নয়ন করেও কোন  লাভ হবে না। 

তিনি বলেন, চলতি বছরেই ঢাকা-সিলেট এবং চট্টগ্রাম- কক্সবাজার চার লেন সড়কের কাজ শুরু হবে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলন, গত পাঁচ বছরে সড়কে শৃঙ্খলা ফেরাতে পারিনি বলে যে পরবো না তা নয়।
 

এমএম/বিএস