• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০১৯, ০৯:৩৩ পিএম

‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিল বিমান ছিনতাইকারী’

‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিল বিমান ছিনতাইকারী’

 

চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের উডোজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টাকারী মাহাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। সেই সাথে তার স্ত্রীর সাথেও কথা বলতে চায়।

রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে নয়টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে সেনা বাহিনীর চট্টগ্রাম জোনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান বলেন, কমান্ডো অভিযানে নিহত হওয়ার আগে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শেষ ইচ্ছার কথা জানায় মাহাদী।

তিনি বলেন, বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী অভিযানের সময় ক্রুদের কাছে তার নাম বলেছে মাহাদী। সে আক্রমণাত্মক ছিল। কমান্ডো অভিযানটি পরিচালনা করেন লে. কর্নেল ইমরুল। তার নেতৃত্বে মাত্র ৮ মিনিটে অভিযান সম্পন্ন হয়। অভিযানের সময় আক্রমণাত্মক মাহাদী আহত হয়। পরবর্তীতে সে মারা যায়। তার বয়স ২৫ বছর বলে ধারণ করা হচ্ছে। সে বাংলাদেশি নাগরিক। 


কেএসটি