• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২, ২০১৮, ০৮:৫৩ পিএম

ভারত থেকে প্রাথমিকের বই আসা শুরু হয়েছে 

ভারত থেকে প্রাথমিকের বই আসা শুরু হয়েছে 

প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে ২০১৯ সালে বিনামূল্যে বিতরণের জন্য ভারতে ছাপানো পাঠ্যবই বেনাপোল স্থলবন্দর দিয়ে আসতে শুরু করেছে। বেনাপোল বন্দরের দুই নং পণ্যগারের ইনচার্জ (সুপারেনডেন্ট) রুহুল আমিন জানান, ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার রাতে ২৫টি ট্রাকে করে বেনাপোল বন্দরে আসে পাঠ্য বইয়ের প্রথম চালান। এরপর বইগুলো বন্দরের ২ নম্বর পণ্যগারে রাখা হয়।

 এসব বইয়ের আমদানিকারক ঢাকার ন্যাশনাল ‘কারিকোলাম অ্যান্ড টেক্সট বুক’ এবং রপ্তানিকারক ‘ভারতের কৃষ্ণা ট্রেডার্স’। আমদানি মূল্য ৭ লাখ ৫৮ হাজার ৫০০ মার্কিন ডলার। ১৩ হাজার ২৫০ বান্ডিলে প্রাথমিকের আনুমানিক ২৫ লাখ বই রয়েছে। বই সরবরাহের দায়িত্ব পেয়েছেন ভৈরব ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্ত্বাধিকারী ও বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী। 

কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে এরইমধ্যে যেসব বই এসেছে খুব দ্রুত সেগুলো বন্দর থেকে খালাস করা হবে। খালাসের পর ট্রাক যেন দ্রুত বই নিয়ে গন্তব্যে পৌঁছতে পারে এর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।