• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৩, ২০১৯, ০৪:৩৮ পিএম

সব কোচিং সেন্টার নয়, কোচিং বাণিজ্য বন্ধ করা হবে : শিক্ষামন্ত্রী

সব কোচিং সেন্টার নয়, কোচিং বাণিজ্য বন্ধ করা হবে : শিক্ষামন্ত্রী
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি -ছবি : জাগরণ

 

সব কোচিং সেন্টার নয়, কোচিং বাণিজ্য বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ক্লাসে পাঠদান না করিয়ে শিক্ষকদের কোচিং করানোর মানসিকতা বন্ধ করা হবে।

আজ বুধবার (১৩ মার্চ)  বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। 

তিনি বলেন, সব কোচিং সেন্টার বন্ধ করার উদ্যেগ আমরা নিতে চাই না। সব কোচিং সেন্টার শিক্ষার জন্য ক্ষতিকর নয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ক্যাডেট কলেজে ভর্তি অথবা একটু খারাপ শিক্ষার্থীকে একটু আপগ্রেড করতে যে কোচিং দেয়া হয় সেটা বন্ধের পক্ষে আমরা নই।

দীপু মনি বলেন, আমরা বলতে চাচ্ছি, ক্লাসে পাঠদান না করিয়ে কোনো শিক্ষক যদি কোচিংয়ে মনোযোগী হন বা জোর করে কোচিং করাতে চান অর্থাৎ শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়।

এমএম/এফসি