• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৭, ২০১৯, ০৪:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৭, ২০১৯, ১০:৫৫ পিএম

চট্টগ্রামে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রামে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
ছবি- সংগৃহীত

পদ্মা, মেঘনা এবং যমুনা কোম্পানীর ডিপো থেকে তেলভর্তি করে বন্দর এলাকার সিজিপি ইয়ার্ডে (চট্টগ্রাম পোর্ট গুড়স) আসার পথে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে রাস্তার উপরই দুটি বগি পড়ে যায়।

বুধবার (২৭ মার্চ) দুপুর ২টায় বন্দর এলাকার সিমেন্ট ক্রসিংয়ের সড়কের উপরে এই ঘটনা ঘটে।

সিজিপি ইয়ার্ডের প্রধান ইয়ার্ড মাষ্টার আবদুল মালেক জাগরণকে বলেন, ডিপো থেকে তেলভর্তি করে সিজিপি ইয়ার্ডের দিকে আসছিলো ট্রেনটি। পথি মধ্যে বিমানবন্দর সড়কের সিমেন্ট ক্রসিং এলাকায় রাস্তার উপরই লাইনচ্যুত হয়ে যায় দুটি বগি। ৬২০৩১ এবং ৬২০৩৫ নম্বরের এই দুটি বগির তেল রংপুর যাওয়ার কথা। বুধবার বিকাল সাড়ে ৪টা নাগাদ লাইনচ্যুত বগিকে স্বাভাবিক করা যাবে। ট্রেনটি উদ্ধারে কর্মীরা তৎপর রয়েছে। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী খোকন জানায়, বিমানবন্দর সড়কের সিমেন্ট ক্রসিং মোড়ের উপর দুটি বগি রেললাইন থেকে অন্তত ৩ ফিট বাইরে গিয়ে পড়ে। এতে রাস্তার একপাশ বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরবর্তিতে একপাশ দিয়ে দু’দিকের যানচালচল স্বাভাবিক রাখা হয়।

এসসি/