• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ৫, ২০১৯, ০৯:৫০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৫, ২০১৯, ০৯:৫০ পিএম

মালয়েশিয়াগামী শিশু ও নারীসহ ১১৫ রোহিঙ্গা উদ্ধার

মালয়েশিয়াগামী শিশু ও নারীসহ ১১৫ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে শিশু ও নারীসহ ১১৫ জন রোহিঙ্গাদের উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে হোয়াইক্যং ও শামলাপুর পাহাড়ি সড়কের ঢালা থেকে মালয়েশিয়া গমনের প্রস্তুতিকালে তাদের আটক করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গহীন পাহাড়ি পথ ঢালায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এসব রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্প থেকে ১২টি সিএনজিযোগে এসে সাগরপাড়ের কাছাকাছি অবস্থান নিয়েছিল। রাত হলেই দালালের খপ্পরে পড়ার সম্ভাবনা ছিল।

তিনি আরো জানান, তারা উখিয়া উপজেলার কুতুপালং, বালুখালী, থাইংখালী, পালংখালী এবং টেকনাফ উপজেলার শামলাপুর, উনচিপ্রাং ও লেদা ক্যাম্পের রোহিঙ্গা। এদের মধ্যে ৫০ জন পুরুষ, ৩৯ নারী ও ২৬ জন শিশু রয়েছে। তাদের মানবিক সহায়তা দিয়ে স্ব স্ব ক্যাম্পে প্রেরণ করা।

কেএসটি