• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৯, ২০১৯, ০৮:২০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০১৯, ০৮:২০ পিএম

বরগুনায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর ফাঁসির আদেশ

বরগুনায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর ফাঁসির আদেশ
প্রতীকী ছবি

বরগুনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে ফাঁসির আদেশসহ এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। সেই সঙ্গে দেবর ও শাশুড়ীকে ৫ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

মঙ্গলবার (৯ এপ্রিল) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল জানান, বরগুনার পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া গ্রামের রুস্তুম আলী আকনের মেয়ে নাদিরা পারভীনের সঙ্গে ২০০৮ সালের ১০ অক্টোবর বিয়ে হয় একই উপজেলার রায়হানপুর ইউনিয়নের শতকর গ্রামের আবদুল হামিদ দর্জির ছেলে নুরুজ্জামানের। এরপর পারিবারিক বিরোধের কারণে ২০১০ সালের ১৯ আগস্ট শ্বাসরোধে নাদিরাকে হত্যা করে তার স্বামী নুরুজ্জামান। পরে নাদিরার দেবর রিয়াজ ও শাশুড়ী আরবজানের সহযোগিতায় ওড়না দিয়ে নাদিরার গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার মিথ্যা নাটক সাজানো হয়। মামলার পর পুলিশের তদন্তে হত্যার প্রমাণ মিলেছে। সাক্ষ্য প্রমান শেষে বিচারক মঙ্গলবার রায় দিয়েছেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তোফাজ্জেল হোসেন কিসলু তালুকদার জানান, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

এসসি/