• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৯, ০৬:২৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০১৯, ০৬:২৩ পিএম

গলায় বিস্কুট আটকে শিশুর মৃত্যু

গলায় বিস্কুট আটকে শিশুর মৃত্যু
গলায় বিস্কুট আটকে মৃত শিশু মিতার স্বজনদের আহাজারি -ছবি : জাগরণ

গলায় বিস্কুট আটকে মিতা নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে বিস্কুট খাওয়ার সময় এ ঘটনা ঘটে। মিতার পিতার নাম সমিরন মন্ডল মিলন। তিনি মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। তার বাড়ি গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা এগারটার দিকে মিলন মন্ডল কলেজ ছিলেন। স্ত্রী তাপসী মন্ডল সংসারের কাজে ব্যস্ত। এ সময় একমাত্র কন্যা সন্তান মিতা বাড়িতে রাখা বিস্কুট খাওয়া শুরু করে। এক পর্যায়ে গলায় বিস্কুট আটকে গেলে তার মা তাপসী মন্ডল টের পান। শিশুটির অবস্থা বেগতিক দেখে তাকে বাঁচানোর চেষ্টার পাশাপাশি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
গাংনী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সজিব উদ্দীন স্বাধীন বলেন, গলায় বিস্কুট আটকে তার বাড়িতে অথবা হাসপাতালে আনার পথে মৃত্যু হয়েছে। 

কেএসটি