• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০১:১৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০১৯, ০১:১৮ পিএম

ময়মনসিংহ সিটি নির্বাচন

দুই কাউন্সিলর প্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা

দুই কাউন্সিলর প্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর প্রথম নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২৬ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এই অর্থ দণ্ড দেন।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় ২৬ নম্বর ওর্য়াডের কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামের নেতৃত্বে শতাধিক মোটরবাইক ও ১৫/২০টি প্রাইভেটকার নিয়ে শোভাযাত্রা করা হয়। তাই সাইদুল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একই ওর্য়াডের অপর কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমানের নির্বাচনি ক্যাম্পে টেলিভিশন রেখে প্রচারণা চালানোর অভিযোগে তাকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, মসিক নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসিসি/