• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০৭:১৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০১৯, ০৭:১৭ পিএম

সাউথখালী নদী শাসনের দাবিতে ১ কি.মি. মানবপ্রাচীর

সাউথখালী নদী শাসনের দাবিতে ১ কি.মি. মানবপ্রাচীর

বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের ভাঙনকবলিত পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের বগী ও দক্ষিণ সাউথখালী অংশে নদী শাসনের দাবিতে মানবপ্রাচীর গড়ে তোলা হয়। রোববার (২১ এপ্রিল) দুপুরে গাবতলা আশার আলো মসজিদ থেকে বগী পর্যন্ত এক কিলোমিটারের এ মানবপ্রাচীরে নদী ভাঙনের শিকার দুই গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেয়। পরে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বলেশ্বর নদী শাসন অন্তর্ভুক্তকরণ দাবি আদায় কমিটির ব্যানারে প্রায় এক ঘণ্টা ধরে এ কর্মসূচি পালিত হয়।

দাবি আদায় কমিটির আহবায়ক নজরুল ইসলাম আকন ও সমন্বয়কারী বগী ওয়ার্ডের ইউপি মেম্বার মো. রিয়াদুল পঞ্চায়েত বলেন, পানি উন্নয়ন বোর্ডের শরণখোলার ৩৫/১ পোল্ডারে অধিক ঝুঁকিপূর্ণ এবং ভাঙনকবলিত এলাকা হচ্ছে সাউথাখালী ইউনিয় বগী ও দক্ষিণ সাউথখালী অংশ। এখানকার প্রায় দুই কিলোমিটার প্রতি মুহূর্তে বলেশ্বর নদীতে বিলীন হচ্ছে। গত ১০ বছরের এ দুই গ্রামের হাজার হাজার ঘরবাড়ি, শত শত একর ফসলী জমি বলেশ্বর গ্রাস করেছে। দুটি গ্রামের প্রায় তিনভাগের দুই ভাগই বলেশ্বর গিলে খেয়েছে। এমন ভয়াবহ ভাঙনের মুখে নদী শাসন করেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি) মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা।

কেএসটি