• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৯, ১১:৪৮ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০১৯, ০৫:৪৯ পিএম

নুসরাত হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন 

নুসরাত হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন 

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছেন বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষ। সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বাংলাদেশ মহিলা পরিষদ নাটোর জেলা শাখা, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সহ-সভাপতি এ্যাড. প্রসাদ কুমার তালুকদার, সাধার সম্পাদক এ্যাড. খগেন্দ্র রায়, নাটোর জেলা শাখার সভাপতি দিলারা বেগম পারুল, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, নাটোর দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহসহ এর সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ডের দাবি করেন।

কেএসটি