• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০১৯, ০৯:০৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৬, ২০১৯, ০৯:০৩ পিএম

ঝিলে হাঁসের বাচ্চা ধরতে গিয়ে ৩ শিশুর মৃত্যু

ঝিলে হাঁসের বাচ্চা ধরতে গিয়ে ৩ শিশুর মৃত্যু

নেত্রকোনায় হাঁসের বাচ্চা ধরতে গিয়ে ঝিলের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হচ্ছে- গগডা গ্রামের মিলন মিয়ার ছেলে নিয়ন (৪), দুলাল মিয়ার মেয়ে হালিমা আক্তার (৩) ও রুস্তম আলীর মেয়ে ফাহিমা আক্তার (৫)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ওই তিন শিশু বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তারা দল বেঁধে হাঁসের বাচ্চা ধরতে গেলে পর্যায়ক্রমে ওই ঝিলের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কেএসটি