• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৯, ০৩:৫১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৭, ২০১৯, ০৩:৫১ পিএম

মাগুরায় গলায় কাঁচের বল আটকে শিশুর মৃত্যু

মাগুরায় গলায় কাঁচের বল আটকে শিশুর মৃত্যু
গলায় কাঁচের বল আটকে একমাত্র ছেলে মারা যাওয়ায় সদর হাসপাতালের বারান্দায় আহাজারি করছেন মা রিয়া বেগম

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে গলায় কাঁচের বল আটকে রাফি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। রাফি ওই গ্রামের গার্মেন্টস কর্মী জামিরুল ইসলামের ছেলে।

রাফির মা রিয়া বেগম জানান, বাড়িতে থাকা কিছু মার্বেল বল নিয়ে খেলা করছিল রাফি। হঠাৎ একটি মার্বেল মুখে দিলে সেটি অসাবধানবসত শ্বাস নালিতে গিয়ে আটকে যায়। এ সময় সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার মশিউর রহমান জানান, শ্বাসনালিতে মার্বেল বল আটকে যাওয়ায় বাড়ি থেকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

এসসি/