• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৮, ১২:২৯ পিএম

আ.লীগের মনোনয়ন চিঠি পেলেন মাশরাফি

আ.লীগের মনোনয়ন চিঠি পেলেন মাশরাফি

 

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসনের জন্য দলীয় মনোনয়ন চিঠি সংগ্রহ করেছেন।  

সোমবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয় থেকে মাশরাফির পক্ষে এই সংগ্রহ করে প্রতিনিধি দল। সাবেক ছাত্রনেতা সৌমেন বোসের নেতৃত্ব ছয় সদস্যের প্রতিনিধি দল ওই চিঠি সংগ্রহ করেন। 

প্রসঙ্গত, আওয়ামী লীগের দলীয় সূত্র নিশ্চিত করে নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এর আগে গত ২০ নভেম্বর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

তার আগে গত ১১ নভেম্বর দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গিয়ে মাশরাফি নিজের মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাশরাফি বলেন,‘ নৌকার বিজয় নিশ্চিত করে নড়াইলকে সুন্দর ও আধুনিক করে সাজাতে চাই।’ 


এএইচএস/আরএস/এসএইচএস