• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০১৯, ০৬:১৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১০, ২০১৯, ০২:৪৫ এএম

পেকুয়া উপজেলা চেয়ারম্যানের ২১ বছর কারাদণ্ড

পেকুয়া উপজেলা চেয়ারম্যানের ২১ বছর কারাদণ্ড

পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে অস্ত্র মামলায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছে কক্সবাজার জজ আদালত।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে একটি অস্ত্র মামলার এক ধারায় ১৪ বছর ও আরেক ধারায় তাকে ৭ বছর কারাদণ্ড দেয় আদালত।

কক্সবাজার জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মো. ফিরোজের আদালত এ রায় ঘোষণা দিয়েছেন। মামলার অপর আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

র‌্যাব-৭ কক্সবাজারের তৎকালীন কর্মকর্তা পিএডি মিজান বাদি হয়ে ২০১৭ সালের ১৩ আগস্ট অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন।

সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর আলম (৪৫) পেকুয়া সদর ইউনিয়নের আন্নর আলী মাতবরপাড়ার রমিজ আহমদের ছেলে ও সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। তিনি উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। মামলা হওয়ার সময় তিনি কক্সবাজার জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন।

মামলায় খালাস পাওয়া ব্যক্তিরা হলেন যুবলীগ পেকুয়া উপজেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আজম,  ছাত্রলীগ পেকুয়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ওসমান ছরওয়ার বাপ্পী, মোহাম্মদ কাইয়ুম ও মোহাম্মদ আলমগীর। তারা সবাই সাজাপ্রাপ্ত জাহাঙ্গীরের সহোদর।

সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর আলমের পরিবার দাবি করেছে, অস্ত্র উদ্ধারের ঘটনাটি পুরো সাজানো। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতের আশ্রয় নেবেন।

এনআই