• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৯, ২০১৯, ০৯:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০১৯, ০৯:৩৭ পিএম

বান্দরবানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

বান্দরবানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

বান্দরবানের আলীকদম উপজেলার বাঘেরঝিরি এলাকার একটি জুমঘর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও তাজা গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে অস্ত্র উদ্ধারের বিষয়টি জানিয়েছেন আলীকদম জোন কমান্ডার লে. কর্নেল মো. সাইফ শামীম ।

আলীকদম জোন সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে আলীকদম জোনের জোন কমান্ডারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল সোমবার রাতে উপজেলার বাঘেরঝিরি এলাকায় অভিযান চালায় । এ সময় একটি জুমঘর থেকে ১টি পিস্তল ও ২টি তাজা অ্যামোনিশন উদ্ধার করা হয়। পরে জুমঘরের মাটি খুঁড়ে ৩টি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আলীকদম জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. সাইফ শামীম জানান, সন্ত্রাসীদের কোনো জাত-গোষ্ঠী নেই। তারা কারও জন্য নিরাপদ নয়। এলাকায় কোনো সন্ত্রাসী চক্র বা শান্তিশৃঙ্খলা বিনষ্টকারীদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

এনআই