• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১২, ২০১৯, ০৮:১৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০১৯, ০৮:১৪ পিএম

মাধবপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

মাধবপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর তীর দখল করে ২ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। রোববার (১২ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

মাধবপুর পৌর শহরে সোনাই নদীর দুই পাড়ের জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা পাকা ইমারতসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতভিটা গড়ে তোলে। এর ফলে দিনে দিনে সোনাই নদী সংকুচিত হয়ে খালে পরিণত হয়।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে বলেন, নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং বাজারের মধ্যের খাসপুকুরটি অচিরেই দখলমুক্ত করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান বলেন, নদীর পাড়ে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, এগুলো উচ্ছেদ করে জনচলাচলের জন্য উন্মুক্ত করা হবে। উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। উচ্ছেদের সময় পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেছে।

এনআই