• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০১৯, ০২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০১৯, ১১:১৯ পিএম

বান্দরবানে সেল বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত : আহত ১০

বান্দরবানে সেল বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত  :  আহত ১০

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় সেনাবাহিনীর ভারী অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত সেল (বোমা) বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। তারা জাহেদুল ইসলাম (২৮) ও নিপুণ চাকমা (৩৯)। জাহেদুলের বাড়ি বান্দরবানের লামা উপজেলায় বলে জানা গেছে। এ সময় আহত হয়েছেন সেনা সদস্যসহ আরো ১০ জন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ মে) বেলা ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহত সেনা সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য। শনিবার (১৮ মে) বিকেলে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ-জঙ্গল পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ ওই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর আহতদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে জাহেদুল মারা যান। আর নিপুণ চাকমা ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। আহতরা হলেন সৈনিক হাসান, তারেকুল, আসাদ, রাজু, মোস্তাফিজ,  আরিফ এবং অন্যদের নাম জানা সম্ভব হয়নি।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে কর্মরত সদর থানার পুলিশ সদস্য মো. শাহিন মিয়া বলেন, ঘটনার পর তাদের বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে আনা হয়, সেখান থেকে তাদের হেলিকপ্টার যোগে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বিস্ফোরণের শব্দে গোটা এলাকা প্রকম্পিত হওয়ার কারণে আমতলী এলাকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএসটি/এনআই