• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৭, ২০১৯, ০৮:৫১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০১৯, ০৮:৫১ পিএম

পাঁচ সেকেন্ডেই মোবাইল চুরি করে আলমগীর

পাঁচ সেকেন্ডেই মোবাইল চুরি করে আলমগীর

পাঁচ বছর ধরে মহানগরীতে মোবাইল চুরি করছে রাঙ্গুনিয়ার মো. আলমগীর হোসেন আলম (২৬)। মাহফিলে পাঞ্জাবি পরিহিত ভিআইপিদের পকেট থেকে মাত্র পাঁচ সেকেন্ডে মোবাইল হাওয়া করে দিতে পারে সে।

মঙ্গলবার (১৪ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইফতার মাহফিলে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তার মোবাইল চুরি করে আলম। ভিডিও ফুটেজ থেকে আলমকে শনাক্ত করে পুলিশ। সোর্স লাগিয়ে শুক্রবার (১৭ মে) ভোরে লালদীঘির পুরাতন গির্জা রোড থেকে আলমকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।

পুলিশের সামনে ভিআইপি চোর আলম বলে, ‘আমি মিছিল-মিটিং ও মাহফিল থেকে শুধু পাঞ্জাবি পরিহিত ভিআইপিদের মোবাইল চুরি করি। কারণ ওনারা চলতে পারেন। পাঞ্জাবির পকেট থেকে মোবাইল চুরি করতে পাঁচ সেকেন্ড লাগে। অনেক সময় ধরা পড়ে মার খাই। আর্থিক অবস্থা খারাপ। তাই মোবাইল চুরি করি শুধু নামী-দামি ও পয়সাওয়ালা ব্যক্তিদের কাছ থেকে।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘সিএমপির ইফতার মাহফিলে একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার মোবাইল চুরি হয়। বিষয়টি নিয়ে আমরা খুবই বিব্রত ছিলাম। সিসিটিভি ফুটেজ থেকে আমরা পকেটমার আলমকে শনাক্ত করি। পরে সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে আলমকে আজ শুক্রবার ভোরে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আলম স্বীকার করেছে, সে পাঞ্জাবি পরিহিত ভিআইপি ব্যক্তিদের টার্গেট করে। আর পাঞ্জাবির পকেট থেকে মাত্র পাঁচ সেকেন্ডে মোবাইল চুরি করে। আলমের নামে থানায় মামলা রুজু করা হয়েছে।’

এনআই