• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৮, ২০১৯, ১২:২৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০১৯, ০৬:২৮ পিএম

পাঁচ দালালসহ মালয়েশিয়াগামী ২২ রোহিঙ্গা আটক

পাঁচ দালালসহ মালয়েশিয়াগামী ২২ রোহিঙ্গা আটক
সেন্টমার্টিনে আটককৃত রোহিঙ্গারা

টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১৭ জন রোহিঙ্গা নারী পুরুষকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারে জড়িত থাকায় ৫ জন দালালকে আটক করা হয়।

শুক্রবার গভীর রাতে সেন্টমার্টিনের বঙ্গোপসাগর তীরে বোটের জন্য অপেক্ষামান অবস্থায় তাদের আটক করা হয়।

সংবাদের সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড টেকনাফের স্টেশন কমান্ডার লে. ফয়েজুল ইসলাম মন্ডল জানান, শুক্রবার গভীর রাতে ৭ নারী ও ১০ জন পুরুষ মালয়েশিয়া পাড়ি জমানোর জন্য সাগর তীরে অপেক্ষা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পাচারে জড়িত থাকায় পাঁচ দালালকে আটক করতে সক্ষম হয়। আটককৃত দালালরা কতুবদিয়া, মহেশখালী এবং রামু এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান লে. ফয়জুল।

কেএসটি