• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০৩:২১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৯, ২০১৯, ০৩:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। 

রোববার (১৯ মে) দুপুরে সদর উপজেলার রামরাইলে জেলা প্রশাসন, খাদ্য অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

এতে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবির নাথ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আবু নাসের। পরে ১১ জন কৃষকের কাছ থেকে ১০৪০ টাকা দরে ১১ মেঃ টন ধান কেনা হয়। চলতি বছর কৃষকদের কাছ থেকে সরাসরি ৩ হাজার ১৬৫ মেঃ টন ধান কেনা হবে।

একেএস