• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০৯:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৯, ২০১৯, ০৯:৪৮ পিএম

তাহিরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, আহত ১৫

তাহিরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, আহত ১৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা চালিয়ে প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা কাছম আলীসহ ১৫ জনকে আহত করেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো লিটন মিয়া, আজিম উদ্দিন, নাজিম উদ্দিন ও মারফত আলী।

স্থানীয় এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে শনিবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা কাছম আলীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লিটন মিয়া, আজিম উদ্দিন, নাজিম উদ্দিন, মারফত আলীসহ তাদের আত্মীয়স্বজনরা হামলা চালায়।

এতে দেশীয় অস্ত্রশস্ত্রের আঘাতে মুক্তিযোদ্ধা কাছম আলী (৮০), লাবিয়া বেগম (২৫), ওহেদ মিয়া (৪৫), রুপিয়া বেগম (৩০), শফিক মিয়াসহ পরিবারের ১৫ জন সদস্য আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে রাতেই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে রুপিয়া বেগমকে (৩০) তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালে মুক্তিযোদ্ধা কাছম আলী (৮০), লাবিয়া বেগম (২৫), ওহেদ মিয়াকে (৪৫) রেফার্ড করা হয়। পরে মুক্তিযোদ্ধা কাছম আলী (৮০), লাবিয়া বেগমকে (২৫) অবস্থা অধিক গুরুত্ব হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান জানান, এ ঘটনায় মুক্তিযোদ্ধা সন্তান শফিক মিয়া বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪-৫ জনের নামে তাহিরপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। রোববার (১৯ মে) সকালে তাদের জেলহাজতে প্রেরণ করেছে।

এনআই