• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২০, ২০১৯, ০৯:১৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ২০, ২০১৯, ০৯:১৮ পিএম

সাভারে টয়লেট ভেঙে নারীর মৃত্যু

সাভারে টয়লেট ভেঙে নারীর মৃত্যু
ছবি সংগৃহীত

সাভারের কলমা এলাকায় টয়লেটের কমোড ভেঙে সেপটিক ট্যাংকে পড়ে আশা বেগম (২৪) নামের এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে কলমা উত্তরপাড়া থেকে ফায়ার সার্ভিস তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহত আশা সাভারের কলমা এলাকার হিরু মিয়ার মেয়ে। স্বামী মাসুদুর রহমানকে নিয়ে কলমার উত্তরপাড়ায় থাকতেন তিনি।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহম্মেদ জানান, সকালে নিজ বাড়ির শৌচাগারে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতরে দুর্ঘটনাবশত হঠাৎ পড়ে যান আশা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হন। পরে বিকালে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে চেষ্টা চালিয়ে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করেন। গভীর ট্যাংকে অক্সিজেন সরবরাহ না থাকায় অসুস্থ হয়ে মারা যান তিনি। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

 

এনআই