• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৩, ২০১৯, ০৩:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০১৯, ০৩:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ধান ক্রয় অভিযান  

ব্রাহ্মণবাড়িয়ায় ধান ক্রয় অভিযান  

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে জেলা প্রশাসন, খাদ্য অধিপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন পরিষদ মাঠে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খাঁন। 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবীর নাথ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু নাছের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বাংলাদেশ সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী মো. আফজাল হোসেন নিছার প্রমুখ। পরে ৪০ জন কৃষকের কাছ থেকে ১০৪০ টাকা দরে ৪০ টন ধান ক্রয় করা হয়। এ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে জেলার ১০০টি ইউনিয়নে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এ বছর জেলায় ৩ হাজার ১৬৫ মে. টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

কেএসটি