• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৩, ২০১৯, ০৫:৫২ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০১৯, ০৫:৫২ পিএম

ফুলবাড়িয়ায় কৃষকের কাছ থেকে ধান কিনলেন ইউএনও

ফুলবাড়িয়ায় কৃষকের কাছ থেকে ধান কিনলেন ইউএনও

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইলে বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করলেন উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার।

এ সময় ইউএনও কুশমাইল গ্রামের কৃষক ফজলুল হককে কেজিপ্রতি ২৬ টাকা দরে এক টন ধানের মূল্য ২৬ হাজার টাকা দেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবীর, খাদ্যগুদাম কর্মকর্তা হুয়ায়ুন খালিদ ধান ক্রয়কালে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, গ্রাম ছাড়াও বড় বড় বাজার থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। ৬২১ মেট্রিক টন ধান এ উপজেলা থেকে ক্রয় করা হবে বলেও জানান তিনি।

এনআই