• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৩, ২০১৯, ০৮:২০ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০১৯, ০৮:২০ পিএম

নিখোঁজের ৪ মাস পর বাড়ি ফিরেছেন যুবলীগ নেতা

নিখোঁজের ৪ মাস পর বাড়ি ফিরেছেন যুবলীগ নেতা

নিখোঁজের প্রায় চার মাস একটি অন্ধকার কক্ষে আটক থাকার পর বাড়ি ফিরেছেন নাটোর যুবলীগের নেতা ও গত নির্বাচনে নাটোর সদর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জামিল হোসেন মিলন।

বৃহস্পতিবার (২৩ মে) ভোরে ঢাকার আব্দুল্লাহপুর থেকে বাসযোগে নাটোর বড়হরিশপুর বাইপাস মোড়ে আসেন তিনি। পরে সেখান থেকে একটি অটোবাইকে করে শহরতলীর তালতলা হাফরাস্তা এলাকায় নিজ বাড়িতে পৌঁছান।

এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সব শ্রেণির শত শত মানুষ তাকে একনজর দেখার জন্য ছুটে আসে। কেউ কেউ আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ে। এ সময় তাদেরকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন মিলন।

জামিল হোসেন মিলন ও তার বাবা এমদাদুল মিয়াজি জানান, গত ৩১ জানুয়ারি তাকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে নিয়ে গিয়ে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়। কোথায় তা তিনি জানতে পারেননি।

বুধবার (২২ মে) রাতে তাকে পুনরায় চোখ বেঁধে ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় ছেড়ে দেওয়া হয়। পরে তিনি বাসযোগে নাটোরে ফিরে আসেন।

এনআই