• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০১৯, ১১:২৫ এএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০১৯, ১১:৩০ এএম

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
নিহত কৃষকের বাড়িতে স্বজনদের আহাজারিতে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩ জন। তাদের মধ্যে ২ জনকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (২৪ মে) রাতে উপজেলার আলী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সলঙ্গা থানার রৌহাদহ গ্রামের  ফজলার রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৪০) ও মহির উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৩৫)। 

আহত কৃষক লেবু জানান, ধানকাটা ৫ জন শ্রমিক সারাদিন কাজ শেষে শুক্রবার রাতে ফাঁকা মাঠের ভিতরে তোলা অস্থায়ী ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে এই অস্থায়ী ঘরের উপর বজ্রপাত পড়ে। এ সময় ঘটনাস্থলেই দু’জন শ্রমিক মারা যান। এ ঘটনায় আহত হন আরও ৩ শ্রমিক। আহতদের মধ্যে জিন্না ও রায়হান আলীকে মুমূর্যু অবস্থায় রাতেই সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে নিহতদের লাশ গ্রামের বাড়িতে নেয়া হলে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান জানান, খোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্তদের সহয়তার প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণ করা হবে। 

একেএস