• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০২:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০১৯, ০৩:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ব্রাক্ষণবাড়িয়া দুর্ঘটনায় নিহত স্বজনদের আহাজারি - ছবি : জাগরণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর ইউনিয়নের সাতবর্গ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউরের মিঠু রায় চৌধুরীর স্ত্রী শান্তা রায় চৌধুরী (৩০), একই উপজেলার হালুয়াপাড়ার মিসির আলীর ছেলে আবু তাহের (৬০) ও একই এলাকার মইজ উদ্দিনের ছেলে বিল্লাল উদ্দিন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়।

গুরুত আহতদের জেলা সদর হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

কেএসটি