• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০৩:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০১৯, ০৩:৫৭ পিএম

৮২ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

৮২ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

চাঁদপুরের কচুয়ায় ৮২ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। পৌরসভার করইশ গ্রামের বিলকিছ কমিশনারের বাড়ির ওয়ালী উল্যাহ ফকিরের কাছে ওই কষ্টিপাথরের মূর্তি রক্ষিত ছিল। গোপন সংবাদ পেয়ে শুক্রবার (২৪ মে) মধ্যরাতে সহকারী পুলিশ সুপার মো. শেখ রাসেলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মূর্তিটি উদ্ধার করে।

শুক্রবার বিকেলে পৌরসভার করইশ গ্রামের একটি পুকুরে জাল দিয়ে মাছ ধরার জন্য বাঁশের খুঁটি বসাতে গিয়ে এই মূর্তির সন্ধান পান ওয়ালী উল্যাহ, ওসমান ও আমির হোসেন। ওয়ালী উল্যাহ ফকির বলেন, ‘বাড়ির পাশে একটি পুকুরের নিচে শক্ত কোনো বস্তুর আঘাতের টের পেয়ে সেখানেই দুই ফুট গর্ত করে ওই মূর্তি উদ্ধার করেছি। রাতেই কচুয়া থানা পুলিশকে খবরটি জানানো হয়।’

শনিবার (২৫ মে) দুপুরে সহকারী পুলিশ সুপার শেখ রাসেল ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালী উল্যাহ সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৮২ কেজি ওজনের বিষ্ণুমূর্তিটি ৩৮ ইঞ্চি দৈর্ঘ্য, ১৯ ইঞ্চি প্রস্থ। মূর্তিটির ব্যাপারে প্রত্নতত্ত্ব বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা এলে তাদের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে।

এনআই