• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০৬:০১ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০১৯, ০৬:০১ পিএম

বাগেরহাটে ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

বাগেরহাটে ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

বাগেরহাটে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্তসহ শতাধিক গাছপালা উপড়ে গেছে।

শনিবার (২৫ মে) ভোরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ও ডেমা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর কাড়াপাড়া ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার সকালে সরেজমিনে কাড়াপাড়া ও ডেমা ইউনিয়নে গিয়ে দেখা যায়, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কাড়াপাড়া দক্ষিণপাড়া, পূর্বপাড়া, পশ্চিমপাড়া, মির্জাপুর, গুজিহাটি ও পিসি ডেমা এলাকায় প্রায় ৫০টি কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে। এ সময় এসব এলাকার শতাধিক গাছপালা উপড়ে যায়।

কাড়াপাড়া ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. দিদারুল আলম বলেন, ‘ঝড়ে আমার এলাকার প্রায় ৩০টি ঘরবাড়ি বিধ্বস্ত ও বেশ কিছু গাছপালা উপড়ে পড়েছে।’ ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের সহায়তা করা হবে বলে তিনি জানান।

ডেমা ইউনিয়নের গুজিহাটি এলাকার বাসিন্দা আসিন শেখ বলেন, ‘ঝড়ে আমার ঘরের টিনের ছাদ উড়ে গেছে। এছাড়া বাড়ির আশপাশের গাছপালা বিধ্বস্ত হয়েছে। বর্তমানে আমার পরিবার খোলা আকাশের নিচে রয়েছে।’

এনআই