• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০৬:১৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০১৯, ০৯:১৯ পিএম

নাটোরে এক মায়ের গর্ভে ৪ সন্তান, একজনের মৃত্যু

নাটোরে এক মায়ের গর্ভে ৪ সন্তান, একজনের মৃত্যু

বিয়ের ১১ বছর পর একই সাথে জন্ম হওয়া কৃষক দম্পতির ৪ নবজাতকের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা চলাকালে মারা গেছে ৫০০ গ্রাম ওজনের সর্বশেষ জন্ম হওয়া মারিয়া।

শনিবার (২৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সে মারা যায়। চার নবজাতককেই হাসপাতালের ২৬ নাম্বার ওয়ার্ডের আইসিইউতে রাখা হয়েছিল।

জন্মের পরপরই কৃষক দম্পতি আনন্দে তাদের নাম রেখেছিলেন মঞ্জিলা, মনিরা, শাহাদত ও মারিয়া। বর্তমানে আইসিসিইউতে রয়েছে মঞ্জিলা, মনিরা ও শাহাদত।

সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি গ্রামের কৃষক মিলন হোসেন শুক্রবার (২৪ মে) তার গর্ভবতী স্ত্রী সাহিদাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করান।

শনিবার (২৫ মে) দুপুর ১টা ৫৫ মিনিটে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে স্বাভাবিকভাবে জন্ম নেয় ৩টি কন্যা ও ১টি পুত্রসন্তান।

এনআই