• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০১৯, ১২:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০১৯, ১২:৪৬ পিএম

বান্দরবানে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বান্দরবানে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী সোনাইছড়িতে বন্য হাতির আক্রমণে ম্যাছিংঅং মার্মা নামে এক কৃষক নিহত হয়েছে। রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ম্যাছিং অং মার্মা সোনাইছড়ির ৫নং ওয়ার্ড হেডম্যান পাড়ার বাসিন্দা মৃত হ্লারী মার্মার পুত্র। 

পুলিশ জানায়, রোববার ভোর রাতে প্রতিদিনের ন্যায় কৃষি জমিতে কাজ করার জন্য খামার বাড়িতে যাওয়ার পথে হেডম্যান পাড়ার পাশের রাস্তায় বন্য হাতির আক্রমণের শিকার হয়। ভোরে অন্যান্য লোকজনও কাজের সন্ধানে যাওয়ার সময় ম্যাছিং অং মার্মার লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ম্যাছিং অং মার্মার লাশ উদ্ধার করে সোনাইছড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কেএসটি