• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০১৯, ০৪:২০ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০১৯, ০৪:২০ পিএম

নান্দাইলে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আটক ১

নান্দাইলে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আটক ১

ময়মনসিংহের নান্দাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তারিফ হাসান হৃদয় (১৯) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।

রোববার (২৬ মে) সকালে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহীন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 
এর আগে শনিবার (২৫ মে) দিনগত রাত ১টার দিকে উপজেলার চরভেলামারী গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় স্থানীয় খুররম খান চৌধুরী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, হৃদয়ের মৃতদেহ চরভেলামারী গ্রামে ব্রহ্মপুত্র নদের বালিপাড়া ব্রিজের নিচে হাত-পা বাধা অবস্থায় পাওয়া যায়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
জানা যায়, কিছু দিন আগে তাদের একটি মোবাইল সেট বাড়ি থেকে চুরি হয়ে যায়। হৃদয়ের চাচাতো ভাই ইলিয়াছ ওই মোবাইল সেটটি তার এক প্রেমিকাকে দিয়ে দেয়। দুই মাস পর হৃদয় তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল সেটটি উদ্ধার করে। এ নিয়ে ইলিয়াছ ও হৃদয়ের মাঝে বিরোধ চলছিল। এর জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

নান্দাইল মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া জানান, নিহতের ভাই মাজহারুল ইসলাম বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় শাহীনুর (২০) নামে এক জনকে আটক করা হয়েছে। পুলিশ অভিযুক্ত অন্যান্য আসামিদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তারের চেষ্টা করছে। 

কেএসটি